আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রস্তুতির সরজমিনে দেখতে আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী অধিদপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হোন এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী দেশের দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, পূর্বাভাস প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়া হবে। আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যালয় পরিদর্শন করতে যান। সম্ভাব্য ঘুর্ণিঝড় প্রস্তুতি সরেজমিনে দেখেন তিনি।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান, কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সারা দেশে ছড়িয়ে থাকা সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.