চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র "২০২৬ সালের বসন্ত উৎসব গালা"র প্রতিপাদ্য ও প্রধান লোগো ১৬ ডিসেম্বর আরব রাষ্ট্র সম্প্রচার ইউনিয়ন সম্মেলন চলাকালে প্রকাশিত হয়েছে। যা আরব দেশগুলোর প্রধান রেডিও ও টেলিভিশন প্রতিষ্ঠান, মিডিয়া সংস্থা এবং সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের ব্যাপক নজর কেড়েছে।
২০২৬ চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ঘোড়া বর্ষ। আরবি ঐতিহ্যবাহী সংস্কৃতিতে ঘোড়া একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও শৈল্পিক চিত্রকল্প। এবারের বসন্ত উৎসবের প্রধান লোগোর সামগ্রিক সৃজনশীল ধারণা ও ভিজ্যুয়াল স্টাইল প্রদর্শনের মাধ্যমে আরবি দেশগুলোর গণমাধ্যম সংস্থা ও দর্শকদের- চীনা বসন্ত উৎসবের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
তিউনিসিয়ার জাতীয় টেলিভিশনের মহাপরিচালক শুকরি বেন নাসেল বলেন, চীনা জাতির মতো আরবি জাতিরও ঘোড়ার প্রতি গভীর হৃদয়ানুভূতি আছে। ঘোড়া বর্ষের এই বসন্ত উৎসব একটি উত্তম সুযোগ, যার মাধ্যমে আরব দর্শকরা চীনা সংস্কৃতির আধুনিক প্রকাশভঙ্গি আরও ভালোভাবে বুঝতে পারবেন।
ইসলামি সহযোগিতা সংস্থার জাতীয় রেডিও ও টেলিভিশন জোটের চেয়ারম্যান আমুরো রিখটার বলেন, ঘোড়া বর্ষের বসন্ত উৎসবের প্রতিপাদ্য ও প্রধান লোগো গভীর প্রভাব ফেলেছে। এটি প্রাচ্য সংস্কৃতির প্রকাশ, যা চীনা সমাজের প্রাণশক্তি, সৃজনশীল শক্তি ও ভবিষ্যতের প্রতি আস্থার প্রতিফলন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.