মুনতাসীর মামুন
চট্টগ্রামের বাঁশখালী'তে ৫ রাউন্ড কার্তুজ ও ৩টি আগ্নেয়াস্ত্র সহ নুর মোহাম্মদ (৩৮) নামের এক
অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর একটি আভিযানিক দল ০১ জানুয়ারি রাতে জেলার বাঁশখালী থানাধীন সরল বাজার এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
সে বাঁশখালী থানার হাজীরখিল গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বড় বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেয়া দেশীয় তৈরী ০৩টি আগ্নেয়াস্ত্র এবং ০৫ রাউন্ড কার্তুজসহ উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে জব্দৃকত অস্ত্র ব্যবহার করে আসছিল। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.