মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)- বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামে শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নগরীর চকবাজার এলাকায় আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দ অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ পরবর্তী সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড মেম্বার জাহেদুল করিম কচি। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, নদী গবেষক ও পরিবেশবিদ প্রফেসর মো. ইদ্রিস আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বাপ্পি দে, মো. ফারুক, সদস্য সাজু দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানব প্রেম হচ্ছে সৃষ্টিকর্তার ইবাদতের একটি অংশ। মানবাধিকার সংগঠন হিসেবে মানুষের জন্য কাজ করা অত্যন্ত জরুরি। শীতকালে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এ উদ্যোগে সারাদেশব্যাপী পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.