স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে অক্টোবর চট্টগ্রামের তাজীর মোড় এম এ আজীজ স্টেডিয়ামের পাশে ভিআইপি টাওয়ারের অডিটোরিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কর্মী সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ চিশতীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, বিশেষ বক্তা হিসেবে প্রাণবন্ত বক্তব্য রাখেন চাঁদপুর কচুয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মহাসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মুহাম্মদ আবুল হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় ওলামা দলের নেতা হাফেজ মাওলানা জাবের হোসেন, মাওলানা জয়নাল আবদিন কাজী মাহমুদুর রহমান, এবিএম রুহুল আমিন, কারী এখলাছ উদ্দিন বাবু, হাফেজ ইকবাল হোসেন নোমান, জনাব ডক্টর মোঃ সলিম উল্লাহ সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.