মোঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশা আরোহী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম মোসাঃ ঝুমুর আক্তার (২০) এ ঘটনায় আহত হয়েছেন ব্যাটারিচালিত রিকশা চালক মোঃ সাদ্দাম হোসেন (২৫)।
২ অক্টোবর বুধবার সকাল ৭ ঘটিকায়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুর ভোলা জেলার মনপুরা এলাকার নাসির উদ্দীনের মেয়ে। তিনি গার্মেন্টসে চাকরির কারণে, নগরীর পাহাড়তলী থানাধীন ১১নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ডের ফইল্ল্যাতলী এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর বিক্রম জানান, সকালে ঝুমুর নামের এক নারী ব্যাটারিচালিত রিকশা করে কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিটাক মোড়ে একটি ট্রাক ব্যাটারিচালিত রিকশাটিকে পিছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত ঝুমুর পোষাক কারখানা, সেলিম এন্ড ব্রাদার্স লিঃ এ কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.