মুনতাসীর মামুন
সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামে মধুবন সুইটস ও হোসেন ফুড এন্ড কং কে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সোবহান নেতৃত্বে চট্টগ্রাম শহরের মধুবন সুইটস ইন্ডাস্ট্রিস লিমিটেড এর কারখানায় অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত রং, অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ), ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, অসম্পূর্ণ লেভেলিং, পোড়াতেলের ব্যবহারসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী তিন (৩) লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া হোসেন ফুড এণ্ড কোং (ডায়মন্ড সেমাই এণ্ড নুডলস) কারখানায় অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ, অগ্রীম উৎপাদন ও মেয়াদের তারিখ স্থাপন, লাইসেন্স না থাকাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ধারানুযায়ী দুই (২) লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্টিং স্টাফসহ র্যাব-০৭ এর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
https://youtu.be/HID-A3a2WiA?feature=shared
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.