এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও এম সি টিভির চট্টগ্রামের প্রতিনিধি সাংবাদিক রাকিব আল হোসাইন শিমুলের ওপর হামলা ও শারিরীক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।
মঙ্গলবার ২৭শে আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে ২৬ শে অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় চট্টগ্রাম নতুন রেল স্টেশনের গাড়ি পার্কিংয়ের স্থান দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রামের প্রতিনিধি রাকিব আল হোসাইন শিমুল শীর্ষ সন্ত্রাসী জসীম উদ্দীন সঙ্ঘবদ্ধ চক্রের দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র।
মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সমন্বয়ক আরিয়ান হাসান লেলিন, সহ-সমন্বয় মো. শফিকুল ইসলাম, মিজান উল্লাহ সবরকন্দী, দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র রিপোর্টার কে এম ফোরকান, সাংবাদিক হেলাল উদ্দিন, পিআইবি ৭১ এর চেয়ারম্যান বেলালউদ্দিন, হাসানুল আলম, সেকান্দর আলম, আব্দুল মোবিন, ইকবাল হাসান, মাজেদ, নারী সাংবাদিক মরিয়ম সহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.