
মাঈন উদ্দিন মুন্সী, চাঁদপুর
শিল্প সাহিত্য সংগঠনের ভূমিকা বৈঠকের আয়োজন করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।
শনিবার একলা ১ লা নভেম্বর সন্ধ্যা ছয় টায় চর্যাপদ একাডেমির সভাপতি এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিতে মহাপরিচালক এডভোকেট ুজ্জামান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি শিউলি মজুমদার, পরিচালক ফেরারি প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, পেপি্রাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, সিসিডিএ চাঁদপুরের সমন্বয়ক নার্গিস আক্তার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধ সাঈদ হোসেন অপু চৌধুরী, বংশীবাদক বেলাল শেখ, সাহিত্য অনুরাগী আকবর হোসেন লিটন, হাদিজা মুন্নি ও ঝর্ণা আক্তার। কবিতা আবৃত্তি করেন রাইসা।
একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রনি বলেন, শিল্প সাহিত্য সংগঠনের অবদান অপরিসীম। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ প্রকাশের পেছনে একটি সংগঠনের অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। ১৯০৭ সালে মহা মহাপাধ্যায় হরপ্রসাদ শাস্তি নেপালের রাজসভা থেকে চর্যাপদ আবিষ্কারের পর ১৯১৬ সালে এটি প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন।
এ আবিষ্কার বৈপ্লবিক সারা পেলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ এর সহ-সভাপতি।
অনুষ্ঠানে শিল্প সাহিত্যে সংগঠনের ভূমিকা বিষয়ক প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়ে অতীত ও বর্তমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ভক্তরা।
উক্ত অনুষ্ঠানটির প্রত্যেক উপস্থিতি আনন্দিত ও গর্বিত বলে মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

















