চীনা জাতীয় চলচ্চিত্র ব্যুরো ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) যৌথ উদ্যোগে সিজিটিএন ও চলচ্চিত্র চ্যানেল অনুষ্ঠান কেন্দ্রের যৌথ আয়োজনে ‘চলচ্চিত্র নিয়ে চীন ভ্রমণ’ নামের কার্যক্রম গত সোমবার বেইজিংয়ে শুরু হয়েছে।
কার্যক্রমের উদ্দেশ্য বসন্ত উৎসবের চলচ্চিত্রের বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠার সুযোগ ধরে এবং বর্তমান ট্রানজিট ভিসা অব্যাহতি নীতি সম্পূর্ণরূপে শিথিল ও সুবিধাগুলো ব্যবহার করে আরও বিদেশী পর্যটকদেরকে ব্যক্তিগতভাবে বিশ্বস্ত, সুন্দর এবং মর্যাদাপূর্ণ চীনে এসে ভ্রমণের জন্য আকৃষ্ট করা।
এবারের কার্যক্রমে চীনা চলচ্চিত্রগুলো বিদেশে বিতরণ ও প্রদর্শিত হয়, বিদেশী চীনা চলচ্চিত্র উৎসব এবং দেশে ও বিদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে। ব্যাপকভাবে চলচ্চিত্র ও পর্যটন সমন্বিত প্রচার করা হবে। চলচ্চিত্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো পর্যটন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা চালাতে উৎসহ দেয়া হবে। গভীরভাবে চীনা চলচ্চিত্রের সাংস্কৃতিক পর্যটনের মূল্য উন্নীত করা হবে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন বিদেশী অতিথি ও ট্রাভেল ব্লগার বসন্ত উৎসবের চলচ্চিত্রের চিত্রগ্রহণের স্থান, এবং গল্পের স্থান নিয়ে সংশ্লিষ্ট দর্শনীয় স্থান পরিচয় করেন। চলচ্চিত্রের দৃষ্টিকোণ থেকে সুন্দর চীনকে প্রাণবন্তভাবে উপস্থাপন করেন তাঁরা।
সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.