চলো বৃষ্টিতে ভিজি
আব্দুস সাত্তার সুমন
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ
বৃষ্টি পড়ে ভিজবো আজি
মেঘমল্লার দেশে,
মুষলধারে বর্ষা বইছে
মিলিত হই শেষে।
ঝিরিঝিরি বাতাস বহে
অপরূপা দৃষ্টি,
পূর্ণিমারই দমকা হাওয়া
উজান ভাটা বৃষ্টি।
টুপুর টুপুর শব্দে যেন
বৃষ্টি ভেজা দিনে,
কচি ঘাসের টলমলে জল
ভালোবাসার ঋণে।
উথাল পাথাল বৃষ্টি পড়ে
ভীষণ ভালো লাগে,
সাথী তুমি পাশে আছো
শীতলা পরশ জাগে।
সাঁতার কাটে ওই জলেতে
আকাশ ভারি কালো,
চলো ভিজি বৃষ্টিতে আজ
লাগছে দারুণ ভালো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.