মো:সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে কচুয়া উপজেলা রিসোর্স সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে ও কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, মো: শাহজাহান ভূঁইয়া ও মো: জামাল হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ সিরাজুল ইসলাম,ছাত্র-অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাংকার মো: সালাউদ্দিন সোহাগ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -কোয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল হাসান, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ছাত্র অভিভাবক। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
ছবি:
জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করায় একাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.