সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী নিশি আক্তারসহ (২৩) ৪ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে কচুয়া পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে একটি টিনসেট ঘরে ইয়াবা ট্যাবলেট বেচা- কেনার সময় নিশিসহ ৪ জনকে গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে কচুয়া পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে একটি টিনসেট ঘরে ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট বেচা কেনার সময় অভিযান চালিয়ে নিশি আক্তার আঞ্জুমা (২৩), পিযুষ পাল (২৪),মোঃ হাবিব হোসেন (২৯) ও মোঃ কবির হোসেনকে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মাদক সম্রাজ্ঞী নিশি আক্তার।সে চাঁদপুর সদর উপজেলার মহামায় খান বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে পৌরসভার মডেল মসজিদের পশ্চিম পাশে হানিফের বাড়িতে ভাড়া থাকেন। পৌরসভার কড়ইয়া গ্রামের কাঞ্চন পালের ছেলে পিযুষ পাল,একই গ্রামের সুরুজ মিয়া ছেলে হাবিব ও কড়ইয়া গ্রামের কবির হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.