মোঃ মাঈন উদ্দিন মুন্সি, চাঁদপুর
বুধবার চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিষদের সদস্য, এডভোকেট সেলিম আকবর চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার (চাঁদপুর ৩ আসনের) সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে মনোনয়ন উত্তোলন করেন
চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারের কাছ হইতে উক্ত মনোনয়ন উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, গণফোরামের হাজী মোঃ আশরাফ বাবু সরকার সদস্য কেন্দ্রীয় কমিটি অসংগঠনিক সম্পাদক জেলা গণফোরাম চাঁদপুর, অধ্যক্ষ মনির চৌধুরী সহ সভাপতি জেলা গণফোরাম চাঁদপুর, মির্জা রুহুল আমিন সভাপতি, সদর উপজেলা চাঁদপুর, সুমন মিয়াজী সাধারণ সম্পাদক শহর গণফোরাম চাঁদপুর, এডভোকেট হাবিবুর রহমান আইন সম্পাদক গণফোরাম চাঁদপুর, মমিনুর রহমান পিন্টু সরকার সাধারণ সম্পাদক জেলা যুব গন ফোরাম চাঁদপুর, অন্যান্য জেলা গণফোরাম নেতৃবৃন্দ।
চাঁদপুর ৩ আসনের সূর্য মার্কা মনোনীত প্রার্থী এডভোকেট সেলিম আকবর সর্বস্তরের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.