গভীর অপেক্ষার ঘটেছে অবসান
গলিতে আজ চাঁদ এসেছে।
নিকষ কালো আঁধার গিয়েছে কেটে
মন আজ খুশির জোয়ারে ভেসেছে।
দমকা হাওয়ায় সব জঞ্জাল গিয়েছে উড়ে
চাঁদ এসেছে স্মৃতির রাস্তা ধরে।
কে যেন গলিতে রুপোলি চাদর বিছিয়েছে
তোমার চরণ কমল স্পর্শে
গলি আজ ধন্য হয়ে গিয়েছে।
সঙ্গীতের মূর্ছনায় মেতেছে গলি
আজ সেখানে চাঁদ উঠেছে
ময়ূর আজ পেখম তুলেছে
গলি আজ নৃত্যে মেতেছে।
শূন্য গলিতে কেউ আসুক আর না আসুক
আজ তুমি এসেছ আমার গলিতে
তাই চাঁদ উঠেছে আমার গলিতে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.