মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। এ সময় পাশেই অবস্থান করছিলেন জেলা প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের পাশের অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানার সব কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা থানায় ফিরে আসলে বিস্তারিত জানাতে পারব।’
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.