মোঃ সোহেল আমান,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল গোমস্তাপুর ও সদর উপজেলায় চুরির ঘটনায় গরু উদ্ধার। চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও আন্তঃজেলা চোর চক্রের ০৬ সদস্য গ্রেফতার।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।
সংবাদ সম্মেলনে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম-সেবা) এর দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি মাহাবুবুর রহমান ও নাচোল থানার ওসি মিন্টু রহমান উভয় থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন।
উক্ত আভিযানিক টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা আর এমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে দুধর্ষ আন্তজেলা চোর চক্রের মূলহোতা সাইফুল সহ ০৭ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী, ০২ টি চোরাই গরু, চোরাই গরু বিক্রির নগদ দুই লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত হচ্ছে, রাজশাহী জেলার নান্দোপাড়া গ্রামের সাইফুল মোল্লা (৪১), মিরকামারী গ্রামের আলামিন (২৬), সমসাদিপুর গ্রামের পারভেজ আলী (২৮), মিরকামারী পূর্বপাড়া গ্রামের বেলাল হোসেন (রুবেল) (৩১), মিরকামারী গ্রামের হাসিবুল (৩২), আলীগঞ্জ গ্রামের শাজাহান (৪৫), আলীগঞ্জ গ্রামের মাসুম আলী (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে এসব কথা জানায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.