মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত "ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতি বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপপরিচালক, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ, দেবেন্দ্র নাথ উরাঁও, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আফাজ উদ্দিন, প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.