মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি ০১. মোঃ দুরুল (৩৬) পিতা- মোঃ নাইমুল ইসলাম চিনতু সাং নয়া লাভাঙ্গা থানা- শিবগঞ্জ ০২. মোঃ আল আমিন (২৫) পিতা- মোঃ আঃ রহিম সাং চুনাখালি ফকিরপাড়া থানা-সদর মডেল জেলা - চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ২১/১১/২৩ তারিখ রাত্রী ২২: ০০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬০ ( ষাট) বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহারিত একটি মটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন সহ আটক করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.