মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৫১ (একান্ন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে
আসামি ১। মোঃ ইসমাইল হোসেন (৪২) পিতা- মৃত ইয়াসিন সাং কানসাট বহালাবাড়ী থানা- শিবগঞ্জ , জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে কানসাট বহালাবাড়ি গ্রাম থেকে ৫১ (একান্ন) বোতল ফেন্সিডিল সহ রোববার রাতে আটক হয়।
পরবর্তীতে উক্ত আসামির প্রদত্ত তথ্য ও দেখানো মতে হামিদনগর গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত অপর আসামি ২। মোঃ নাজিমুল নাজমুল (৪০) পিতা- মোঃ তাবারক তাবা সাং হামিদনগর থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ওই রাতে আটক করা হয়।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামিদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.