মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন ৬ নং নম্বর রানিহাটি ইউনিয়ন পরিষদ সদস্য (৫নং ওয়ার্ড মেম্বার) মোঃ ওলি'র নেতৃত্বে শনিবার দুপুরে কয়েকটি স্থানে বোমা হামলা করার খবর পাওয়া গেছে।
তার ভাই আব্দুল আউয়াল ও চক আলমপুর বিশ্বাস পাড়া গ্রামের মোঃ রাজু, তার ভাই জনি এবং অহিদ এদের নির্দেশনা এবং উপস্থিতিতে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী ৬ নম্বর রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ ও কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় বোমাবাজি করে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়-ভীতি ছড়িয়ে পড়ে।
সন্ত্রাসীরা অত্র পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলীর বাড়িতে বোমা নিক্ষেপ করে।
তারা ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ কালাম কন্ট্রাক্টর (রাজমিস্ত্রী) ও সাবেক সেনা সদস্য নাদিম হোসেনের বাড়িতেও বোমাবাজি ও হামলা করে। এতে নাদিম হোসেনের বাড়ির বিদ্যুতের মিটার ভাঙচুর করা হয়েছে এবং নাদিমের বাড়ির প্রধান ফটকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
অত্র এলাকার মানুষ এরকম বোমাবাজি ও সন্ত্রাস, বাড়ি ভাংচুরের প্রতিবাদ জানায়। এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রকে মারধর করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টার জনি সন্ত্রাসের ভয়ে থানায় জিডি করতে পারেনি। জনি হচ্ছে স্কুলের কেরানির ভাই।
ওই ঘটনায় এমপি অদুদ বিশ্বাস কে জানানো হলে তিনি বলেছিলেন, এরপর এরকম ঘটনা হবে না। বিষয়টি তিনি দেখবেন। দুই মাস হতে না হতেই আবার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে অলি মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনী। ১৬.১১.২০২৩ গত তিন রাত্র আগে রাফি নামে একজন কে ধরে নিয়ে গিয়েছিল অলি মেম্বারের সন্ত্রাসী বাহিনীর সদস্য জনি ও তার লোকজন। বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মারধোর করে ও টিকটক করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে পুলিশ দিয়ে চালান দেয়। এলাকাবাসীর অভিযোগ যারা বোমাবাজি করছে তাদের পুলিশ না ধরে সাধারণ মানুষকে ধরপাকড় করছে। পুলিশের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.