নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান ও গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকারসহ বিভিন্ন অভিযোগ করেছে গোমস্তাপুর থানাধীন নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামের সোহেল আমান আরজেন্ট।
অভিযোগে থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান ও গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকারসহ আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছে এবং চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা চলমান।
অভিযোগকারী বলেন, জমিজমা সংক্রান্তে পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ১৬ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি গোমস্তাপুরের নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামে রাতে অন্ধকারে সোহেল আমানের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করতে গেলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ মামলা না নিয়ে হয়নারী করেছে বলে অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে।
নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দুলপুরে গত (৫ মে) প্রতিপক্ষরা রাতের অন্ধকারে জোর করে ধান কেটে নিয়ে যায় এ ঘটনায় নাচোল থানায় মামলা করতে গেলে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার মামলা না নিয়ে হয়নারী করেছে বলে অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে।
অভিযোগকারী সোহেল আমান আরজেন্ট আমাদের জানান।আমাদের জমিজমা সংক্রান্তে পারিবারিক বিরোধ চলছে এবং চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা চলমা,এমনটা অবস্থায় গোমস্তাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজা ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল মন্ডল নির্দেশে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দুলপুরে গত (৫ মে) সন্ত্রাসী ভাড়া করে আমার জমি দখলের চেষ্টা করে এবং জোর করে ধান কেটে নিয়ে যায়। এবং শিপ্লব এর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কালীনগর নাসির, টিপু, ফিরোজ সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৬ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি গোমস্তাপুর থানাধীন নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামে আমার বাড়িতে বোমা হামলা করে। এসব ঘটনায় থানায় গোমস্তাপুর ও নাচোল থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ওসিরা আমাকে হয়রানি করে এবং চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান হুকুমে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান-কে মামলা নিতে নিষেধ করেন এবং পুলিশ সুপার ছাইদুল হাসান গোমস্তাপুর থানা ও নাচোল থানা ওসিদেরকে মামলা নিতে নিষেধ করেন।
অভিযোগকারী সোহেল আমান আরজেন্ট আরও বলেন। চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ক্ষমতার অপব্যবহার করে আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করছেন এবং জমি দখলের চেষ্টা করছে এবং সংসদ সদস্য মু. জিয়াউর রহমান পুলিশ সুপার সুপার ছাইদুল হাসান নাচোল ও গোমস্তাপুর থানার ওসিদের আমার মামলা নিতে নিষেধ করেছেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার নাচোল থানার এসআই আলমগীরকে বাদী করে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্ন হয়রানি করছে এমনটা অবস্থায় আমি বাংলাদেশ পুলিশের আইজিপির দৃষ্টি আকর্ষণ করি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সুপার ছাইদুল হাসান ও গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার, নাচোল থানার এসআই আলমগীর তাদেরকে প্রত্যাহার করে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.