পাঁইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণসভা ও মাসিক অপরাধসভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সভা দুটি হয়।
দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম।
মাসিক কল্যাণ সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কল্যাণ সভায় এসপি ছাইদুল হাসান জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলাসহ অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় ৫ থানার অফিসার ইনচার্জ ওসিসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেষে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয়ে সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করেন।মোঃ সোহেল আমান
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.