কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাতাঘাসী, মাধাইয়া, মহিচাইল, কেরণখাল ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার ডা.প্রাণ গোপাল দত্ত এমপি।
অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট সালমা হাই টুনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য বিএস পলাশ,মেহেরুন্নেছা উত্তরা,এডভোকেট মীর খাদিজা শিরিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মনির খন্দকার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফয়সল বারী মুকুল,দপ্তর সম্পাদক দারুস সালাম,মহিলা বিষয়ক সম্পাদিকা অহিদুন্নেছা উর্মি,সদস্য শামীম হোসেন,চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ,মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদা আক্তার, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া,উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক জামশেদ আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমনসহ আরো অনেকে।
এর আগে গত ১ জুন জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করায় ওই বাজেট জনবান্ধন ও কল্যাণ মুখী দাবী করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.