নিজস্ব প্রতিবেদক: কুমিলার চান্দিনায় অসহায় ও দুস্থদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদানের মাধ্যমে হাসি ফোটাচ্ছে 'রংধনু ব্লাড ড্রাইভার্স'। সম্প্রতি মানবসেবী এ সংগঠনটি বিভিন্ন এতিমখানায় ১০০টি কম্বল ও খাবার এবং অসহায় লোকদের মাঝে টিউবওয়েল বিতরণ করা করেছে।
চান্দিনা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম ও মাহমুদুল হাছান এর পরিচালনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের জুয়েল রানা ও কেএম আমির হোসাইন এর তত্ত্বাবধানে 'রংধনু ব্লাড ড্রাইভাস' এর প্রবাসী সদস্যের সহযোগিতায় তারা মানব সেবামূলক কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম আমির হোসেন বলেন,"ইতিমধ্যে তীব্র শীত শুরু হয়েছে। অনেক অসহায় মানুষ শীত নিবারণ করতে পারছেন না। সুবিধাবঞ্চিত ওই সকল অসহায়দের মুখে হাসি ফোটানোর লক্ষ্য আমরা কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের সাহায্য অব্যহত থাকবে।"
উল্লেখ্য সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতিবন্ধিদের মাঝে ৪১ টি হুইল চেয়ার বিতরণ করেছে। এছাড়া দুস্থ নারীদেরকে সেলাই মেশিন বিতরণ, দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন করা, অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন মানব সেবামূলক কাজ করে যাচ্ছে। করোনাকালে সংগঠনটি প্রবাসী ও দেশীয় দাতাদের সহযোগিতায় করোনা রোগীদের অক্সিজেন ব্যাংক সহযোগিতা দিয়েছে। তারা চান্দিনায় রোগীদের মাঝে ২০টি অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়।
ভবিষ্যতেও সাহায্যের হাত অব্যহত থাকার আশাবাদ ব্যক্ত করে রংধনু ব্লাড ড্রাইভার্সের সদস্য মাহবুবা আক্তার বলেন," চান্দিনায় অনেক অসহায় ও দুস্থ পরিবার রয়েছে। যারা হাড় কাঁপানো শীতে অনেক কষ্ট করেন। তাদের কষ্টটাকে কিছুটা লাগব করার জন্য এমন উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.