প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১২:১৫ এ.এম
চান্দিনায় বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম "বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বদরপুর মাদ্রাসা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট আবু নোমান সরকার, কামরুল ইসলাম মৈশান, গাজী ইউনুস, তাজুল ইসলাম, ছফি উল্লাহ।
সভায় বক্তারা বলেন- সংগঠনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন কল্পে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন, কুইজ প্রতিযোগিতা, শিক্ষা সফর, সাবেকদের মিলনমেলা, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, বৃত্তি প্রদান, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা, বিভিন্ন মানবিক কার্যক্রম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আবু জাফর সরকার, শাহ জালাল, বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.