টি. আর. দিদার
কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৯ আগস্ট) চান্দিনা বাজারে ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
এসময় রাস্তাঘাট দখল করে জনদুর্ভোগ ও জনঅশান্তি সৃষ্টির অভিযোগে স্থানীয় সরকার পৌরসভা আইনে নলকূপ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার, শাহ জামাল ও কুদ্দুস নামে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রয়ের অভিযোগে ব্রেড এন্ড বাটার এবং আঃ আউয়াল মিষ্টান্ন ভান্ডার এন্ড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- চান্দিনা বাজারের প্রধান সড়কটিতে যানজট নিত্যসঙ্গী। ফুটপাত দখল করে ব্যবসায়ীদের মালামাল রাখা, সড়কের উপর ফলের দোকান এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এসব প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সড়কের উপর ফলের দোকান এবং হকারদের সরিয়ে শেষবারের মতো সতর্কতাসহ সড়কের উপর ময়লা আবর্জনা না ফেলতে সচেতন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.