টি. আর. দিদার
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোলায়মান খান। এসময় আগামী সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা ও নির্বাচিত হলে চান্দিনার উন্নয়ন নিয়ে নানা ভাবনা তুলে ধরেন তিনি।
শনিবার (২ আগস্ট) দুপুরে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা খেলাফত মসলিস কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা সোলায়মান খান বলেন- আমরা চাই সত্য-ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব। দেশের রাজনীতিতে আল্লাহভীরু, সৎ, দায়িত্ববান মানুষদের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্খা পূরণ, শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মতিউর রহমান ফরাজী’র সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা মাসউদুর রহমান সঞ্চালনায় বক্তৃতা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শাইখুল হাদীস মাওলানা মোবারক হোসাইন, খেলাফত মজলিস উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, মাওলানা ডা. আব্দুল ওয়াহাব শিবল,জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ছফিউল্লাহ ফরাজী মাওলানা আবু ইউসুফ হাজার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, পৌর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যুব মজলিসের উত্তর জেলা সভাপতি মো. ওবায়দুল্লাহ খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ শামসি, সাধারণ সম্পাদক আ. ক. ম. ফারহান উদ্দিন, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ-সম্পাদক হাফেজ কাউসার আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ডা. কাউসার আহমদ, বায়তুল মাল সম্পাদক হাসান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, অফিস ও প্রচার সম্পাদক মো. সোহাইল আহমদ এবং ইসলামী ছাত্র মজলিস চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. হানজালা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.