কুমিল্লার চান্দিনা উপজেলার ৮টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে আধুনিক চান্দিনা পৌর অডিটোরিয়ামে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডভোকেট সালমা হাই টুনি।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী মেহেরুন্নেছা উত্তরা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, চান্দিনা পৌর আওয়ামীলীগ সধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগ সভাপতি এ্যাডভোকেট মো. মহিউদ্দিন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মো: ফয়সালবারী মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম অনিক, প্রচার সম্পাদক আবদুর রহমান মানিক সরকার, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা ওহিদুন নেসা উর্মি, সদস্য শামিম মোল্লা, মহিউদ্দিন সোহেল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন- উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। কোরআন তিলাওয়াত করেন- স্বেচ্ছাসেবকলীগ নেতা মাওলানা আবু সুফিয়ান।
পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন হয়। তবে ওই ৮ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.