টি. আর. দিদার
কুমিল্লার চান্দিনায় ৩দিন ব্যাপী বিষমুক্ত ফল মেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক সহ কৃষি কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে দিন ব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ, সিনিয়র পার্টনার মনিটরিং অফিসার সারোয়ার জামান, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম।
এতে উপজেলার পার্টনার কংগ্রেসের ৭০জন কৃষক, স্থানীয় সাংবাদিক, নির্বাহী কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.