মোঃ সোহেল আমান
রাজশাহী বিভাগীয় প্রধান
চাপাঁইনবাবগঞ্জে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর ২০২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ খ্রী: উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে পূজা উদযাপন এবং আইন শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য জেলা পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.