৯ অক্টোবর, রোববার দুপুর ১টা ০২ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ৫৬৩ ফ্লাইটটি শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪৮জন যাত্রী নিয়ে ভারতের দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে।
এটি গত পাঁচ বছরের মধ্যে চীনের কোনো অভ্যন্তরীণ বিমান সংস্থা দ্বারা পরিচালিত চীন ও ভারতের মধ্যে প্রথম যাত্রীবাহী বিমান। এই ফ্লাইটের মাধ্যমে চীনা বিমান সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে "চীন-ভারত রুট" পুনরায় চালু হলো। উদ্বোধনী ফ্লাইটে যাত্রী পরিবহনের হার ছিল ৯৫ শতাংশেরও বেশি।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের শাংহাই পুতং-দিল্লি রুটে এখন সপ্তাহে তিনবার-বুধবার, শনিবার ও রোববার-ফ্লাইট চলাচল করবে। ভবিষ্যতে, বাজারের চাহিদার ওপর ভিত্তি করে রুটের সংখ্যা বাড়ানো হবে এবং চীন ও ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে খুনমিং-কলকাতা রুট পুনরায় চালু করার এবং শাংহাই পুতং-মুম্বাই নতুন রুট চালু করার পরিকল্পনা রয়েছে।
সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.