অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামের মোঃ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর একটি চৌকস দল।
আটককৃত বাবুল শেখের কাছ থেকে ৫,৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১,৪০০ (এগার হাজা চার শত) টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও ৫'টি চাপাটি এবং ৫'টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৬'টার দিকে তার বসত বাড়ি থেকে এ অভিযান চালানো হয়।
বাবুল শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের আব্দুল হাকিম শেখের ছেলে বলে জানা গেছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক ও অস্ত্র সামগ্রী উদ্ধার করেন। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.