সেপ্টেম্বর ২৬: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চিয়াংসু প্রদেশের পৌর সরকারের যৌথ উদ্যোগে, (বৃহস্পতিবার) চিয়াংসু প্রদেশের উসি শহরে আয়োজিত হয়, ‘চীনের আন্তর্জাতিক বৃদ্ধিমত্তা প্রচার ফোরাম, ২০২৪’ ।
চীনা কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং ফোরামে বলেন, ২০২৪ সালে বৃদ্ধিমত্তা সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারণার আলোকে, সিএমজি ধারাবাহিক বুদ্ধিমত্তা প্রচারের কাজ করে যাচ্ছে। সিএমজি শক্তিশালী নেতৃত্ব, যোগাযোগ ও প্রভাবসমৃদ্ধ একটি আন্তর্জাতিক প্রথম শ্রেণীর নতুন মূলধারার গণমাধ্যম গড়ে তোলার চেষ্টা করছে। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলায় বিজ্ঞান ও সংস্কৃতির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে হবে।
চিয়াংসু প্রদেশের সিপিসি’র কমিটির উপ-সম্পাদক ও গর্ভনর স্যু খুন লিন তাঁর ভাষণে বলেন, বুদ্ধিমত্তা প্রচার হলো একটি যোগাযোগ ক্রিয়া, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হস্তক্ষেপ করে ও অংশগ্রহণ করে। এর বিপল সুপ্তশক্তি ও সুযোগ আছে। সাম্প্রতিক বছরগুলোয় চিয়াংসু বিভিন্ন শিল্পে বুদ্ধিমান রূপান্তর, ডিজিটাল রূপান্তর ও নেটওয়ার্ক সংযোগের পক্ষে কাজ করে আসছে। প্রদেশটি বুদ্ধিমান যোগাযোগ মাধ্যমের সমন্বিত উন্নয়নে প্রচেষ্টা চালায় এবং বুদ্ধিমত্তা প্রচার শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে।
ধারাবাহিক ডিজিটাল ও সাংস্কৃতিক পণ্য এবং বৃদ্ধিমান প্রচারের সরঞ্জাম বিদেশে রপ্তানি হয়। চিয়াংসু প্রদেশ এ সুযোগ ধরে, নতুন প্রজন্মের কৃত্রিম বৃদ্ধিমত্তার নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, শিল্পের অপ্টিমাইজেশান ও আপগ্রেডিং এবং উৎপাদনশীলতার সামগ্রিক উন্নতির চালিকাশক্তিতে পরিণত করার চেষ্টা করবে।
অনুষ্ঠানে সাবেক ফরাসি প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের ভিশন ও ইনোভেশন তহবিলের চেয়ারম্যান জিন-পিয়েরে রাফারিন ভিডিও-ভাষণে বলেন, বুদ্ধিমত্তা প্রচারের আধুনিকীকরণ ও আন্তর্জাতিকীকরণের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। বুদ্ধিমত্তা প্রচার আরও ভালোভাবে উন্নয়নের জন্য, আমাদের আইন ও প্রবিধানের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। বিভিন্ন পক্ষের সহযোগিতায় পুরোপুরি বুদ্ধিমত্তা প্রচারের সুবিধা উন্নত করতে হবে।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.