২০২৫ সালের আসন্ন জাতীয় গণকংগ্রেস ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশন তথা ‘দুই অধিবেশন’-এর সংবাদকেন্দ্র ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে, বেইজিংয়ের পশ্চিম ছাং আন অ্যাভিনিউর উত্তর দিকে উন্মুক্ত করা হয়।
১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১৪তম জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সংবাদকেন্দ্র থেকে জানা গেছে, তিন হাজারেরও বেশি চীনা ও বিদেশী সাংবাদিক ‘দুই অধিবেশন’-এর খবর সংগ্রহের জন্য নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে চীনের মূল ভূভন্ডের দুই সহস্রাধিক সাংবাদিক এবং বিশেষ অঞ্চল হংকং, ম্যাকাও, তাইওয়ান ও অন্যান্য দেশের সহস্রাধিক সাংবাদিক রয়েছেন। গত বছরের তুলনায় নিবন্ধিত সাংবাদিকের সংখ্যা এবার বেড়েছে।
২০২৫ সাল হচ্ছে চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের শেষ বছর এবং সংস্কারকে আরও ব্যাপকভাবে গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছরের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশণের সময়, জাতীয় গণকংগ্রেস ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন সংবাদকেন্দ্রে প্রাসঙ্গিক প্রেস ব্রিফিং এবং সাক্ষাৎকার কার্যক্রমের একটি সিরিজ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের আলোচিত বিষয়ে, রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.