শাহীন শিকদার
বাংলাদেশে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে (১৬ এপ্রিল) বুধবার মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক মোড়ে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, নারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষগণ।
দুই ঘন্টা মানববন্ধনের পর পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বী বক্তব্য রাখেন।
বক্তব্য বলেন, দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় এটা সীমান্তবর্তী জেলা। এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে রংপুরে ছুটতে হয়। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হয় , সাধারণ মানুষের।
অনেক রোগী রাস্তায় নিঃশ্বাস ত্যাগ করেন। তারা আরও বলেন, চীনের অর্থায়নে নির্মিত, ১০০০ শয্যার হাসপাতালটি যদি পঞ্চগড়ে স্থাপন করা হয়, তবে উত্তরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা জরুরি, মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে সরকারকে হাসপাতাল স্থাপন বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে জনগন অনশন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।
এর আগে গত (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয় টিমের পেশার বোলার মো: শরিফুল ইসলাম তার নিজের ফেসবুক পেজে চীনের এক হাজার শয্যা বৈশিষ্ট্য হাসপাতালটি নির্মাণের জন্য পোস্ট করেন।
এই দাবী গোটা পঞ্চগড় জেলার পাঁচ থানার ১৫ লক্ষ মানুষের।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.