নেদারল্যান্ডসের রয়েল ফিলিপসের সিইও রয় জ্যাকবস, সম্প্রতি বেইজিংয়ে চীনের আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলায় অংশগ্রহণ করার সময় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সাংবাদিককে বলেন, ফিলিপস চীনা বাজারের গুরুত্ব সম্পর্কে ভালোভাবেই জানে, সেজন্য সিইও হিসেবে তিনি প্রতি তিন মাসে একবার চীনে এসে গ্রাহকদের সাথে যোগাযোগ করেন।
তিনি বলেন, চীনের বাজার খুব দ্রুত উন্নত হচ্ছে। চীনের আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলায় অংশগ্রহণ করা ফিলিপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিলিপস চীনের সরবরাহ-শৃঙ্খল থেকে উপকৃত হচ্ছে।
ফিলিপস চীনে অত্যন্ত প্রতিযোগিতামূলক পণ্য উৎপাদন করতে সক্ষম, যা কেবল চীনা বাজারে সরবরাহ করা হয় না, বরং বিশ্বব্যাপী রপ্তানিও করা হয়। চীনের উত্পাদন-ক্ষমতা বিশ্বে অতুলনীয়। এটি কেবল অত্যন্ত দক্ষ ও উদ্ভাবনময় নয়, দামের দিক থেকেও এর একটি সুবিধা রয়েছে।
তিনি বলেন, ফিলিপস বেইজিংয়ে একটি উদ্ভাবনকেন্দ্র নির্মাণ করবে। সুচৌতে উৎপাদন-ক্ষমতা সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে ফিলিপস। আশা করা যায়, উদ্ভাবন ও উৎপাদন উভয় ক্ষেত্রেই বিনিয়োগ জোরদার করা চীন ও বিশ্বের জন্য কল্যাণকর হবে।
সূত্র :ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.