মালিয়েশিয়ার কুয়ালালামপুরে গত (বুধবার) সকালে আয়োজিত আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশনের ৭৬তম আন্তর্জাতিক নির্বাহী পরিষদের অধিবেশনে ২০২৫ সালে বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকা প্রকাশিত হয়েছে। চীনের ইয়ুননান প্রদেশের ইউয়ানইয়াং হানি সিঁড়িক্ষেত, চিয়াংসু প্রদেশের জুরং ছিশান হ্রদ সেচ প্রকল্প, সিছুয়ান প্রদেশের পেংচৌ চিয়ানচিয়াং জলসেচ এবং বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ প্রকল্পসহ ৪টি প্রকল্প এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এখন বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা ৪২টিতে দাঁড়িয়েছে।
জানা গেছে, ইয়ুননান প্রদেশের হানি সিঁড়িক্ষেত হং নদীর দক্ষিণ তীরে আইলাওশান এলাকায় অবস্থিত, এর মোট সেচ-এলাকা প্রায় ৩ হাজার ৭৩৩ হেক্টর। এটি চীনের সংখ্যালঘু হানি জাতির প্রাকৃতিক পরিবেশকে ভিত্তি করে কৃষি উন্নয়নের চমত্কার দৃষ্টান্ত, যা হানি জাতির রীতিনীতি, ধর্মবিশ্বাস ও সেচ ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সংমিশ্রণ।
চিয়াংসু প্রদেশের জুরং শহরে অবস্থিত ছিশান হ্রদ সেচ-প্রকল্প ১ হাজার ৭০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে, যা ছিনহুয়াই নদীর উপরের গুরুত্বপূর্ণ সেচ ও বন্যা প্রতিরোধক প্রকল্প, এর সেচ-এলাকা প্রায় ৫ হাজার ১৩৩ হেক্টর।
সিছুয়ান প্রদেশের পেংচৌ শহরের চিয়ানচিয়াং জলসেচ প্রকল্প ২ হাজার ১৬৬ বছরের আগে নির্মিত হয়েছে, যা লংমেন পাহাড়ের পাললিক সমভূমি ঘিরে নির্মিত জলসেচ প্রকল্পের চমত্কার দৃষ্টান্ত। এ জলসেচ প্রকল্প কৃষিক্ষেত সেচ, বন্যা নিষ্কাশন ও বালি অপসারণের সমন্বয়ী ভুমিকা পালন করতে সক্ষম।
বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ-প্রকল্প শহরের পশ্চিমাঞ্চলের মেনথৌকৌ এলাকায় অবস্থিত, যা প্রাচীন ৫টি খাল, আশেপাশের ঝর্ণা ও কুয়া নিয়ে গঠিত। এ প্রকল্প ১৩৩ হেক্টর কৃষিক্ষেত আর ১ হাজার ৩৩০ হেক্টরের ফল বাগানে পানি সরবরাহ দিতে সক্ষম।
সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.