৪ঠা মার্চ বিকাল ৩টায় চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির বার্ষিক অধিবেশন বেইজিংয়ের গণ-মহাভবনে উদ্বোধন করা হয়েছে। এতে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ সম্পদসহ মোট ৩৪টি মহলের ২ হাজার ১শত জনেরও বেশি সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্য সম্মিলিত হয়েছেন। তাঁরা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের লক্ষ্য বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে নিজের দায়িত্ব ও ভূমিকা পালন করছেন।
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) হচ্ছে চীনের একটি মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। যা সিপিসি’র নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, জনগোষ্ঠী, সংখ্যালঘু জাতি ও সমাজের নানা মহলের প্রতিনিধির দেশের মৌলিক নীতি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার একটি ব্যবস্থা। যা দেশ প্রশাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির মেয়াদ ৫ বছর। প্রতি বছর একবার সম্পূর্ণ অধিবেশন আয়োজিত হয়। চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১৪তম জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন। এবারের অধিবেশনে সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্যরা অব্যাহতভাবে সংস্কারকে আরও গভীর করা এবং উচ্চ গুণগতমানের উন্নয়ন ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবেন।
সূত্র : আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.