মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
চীনের অর্থায়নে প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ শে এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পৌর শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়িক সম্বনয় সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়িক সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান মল্লিক, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক, জিয়াউর রহমান সুমন, নাট্যকর্মী আলমগীর কবির বাদল, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন প্রসাদ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় ২৬ লক্ষ লোকের বসবাস। যেখানে গাইবান্ধা সদর হাসপাতালে একমাত্র চিকিৎসার একমাত্র মাধ্যম।
সেখানে এখনো উন্নয়নের ছোয়া লাগেনি। উত্তরে সব জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থাকলেও গাইবান্ধায় তার কিছুই নেই। স্বাধীনতার এত বছর পরেও এই জেলা অবহেলিত রয়েছে।
এই জেলায় অনেক সরকারি খাস জমি রয়েছে সেখানে চীনা প্রস্তাবিত হাসপাতালটি নির্মানের জোর দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলীপি প্রদান করা হয়।
Show quoted text
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.