চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে গত সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে উৎপাদন সরবরাহ মোটামুটি স্থিতিশীল ছিল, চাকরির পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল, বাজার মূল্যমানের উন্নতি অব্যাহত ছিল, নতুন মানসম্পন্ন উৎপাদনশক্তি স্থিতিশীলভাবে বিকাশ লাভ করেছে, অর্থনৈতিক কার্যক্রম সামগ্রিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে।
শিল্প উৎপাদন স্থিতিশীল বৃদ্ধি, সেবা খাত স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে। নভেম্বর মাসে, দেশের বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট উত্পাদন মূল্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত মাসের তুলনায় ০.৪৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, দেশের বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট উত্পাদন মূল্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬.০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে, দেশের সেবা খাতের উৎপাদন সূচক পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেবা খাতের খুচরা বিক্রয় বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত, পণ্য আমদানি-রপ্তানি প্রবৃদ্ধির হার উর্ধ্বমুখী ছিল। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, সামাজিক ভোগ্যপণ্য খুচরা বিক্রয়ের মোট পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.০ শতাংশ বৃদ্ধি পেয়েছে; সেবা খাতের বিক্রয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় ০.১ শতাংশ বেশি। দেশের স্থায়ী সম্পদের বিনিয়োগ (গ্রামীণ পরিবার ব্যতীত) ৪৪ লাখ ৪০ হাজার ৩৫০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২.৬ শতাংশ কমেছে; আবাসন উন্নয়ন বিনিয়োগ বাদ দিলে, জাতীয় স্থায়ী সম্পদের বিনিয়োগ ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উৎপাদন শিল্পে বিনিয়োগ ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে, পণ্য আমদানি-রপ্তানির মোট পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় ৪.০ শতাংশ বেশি।
চাকরির বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল, বাসিন্দাদের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় আরও বেশি। নভেম্বর মাসে, দেশের শহরাঞ্চলে সমীক্ষার ভিত্তিতে বেকারত্বের হার ৫.১ শতাংশ, যা পূর্ববর্তী মাসের সমান। দেশের বাসিন্দাদের ভোগ্যপণ্য মূল্যসূচক (সিপিআই) পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় ০.৫ শতাংশ বেশি; গত মাসের তুলনায় ০.১ শতাংশ কমেছে। খাদ্য ও জ্বালানি মূল্য বাদ দিলে কোর সিপিআই পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই ১৫ তারিখে রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, “সামগ্রিকভাবে বিচার করলে, নভেম্বর মাসে জাতীয় অর্থনীতি স্থিতিশীল ধারা বজায় রেখেছে এবং স্থিতিশীল ও অগ্রগতিশীল বিকাশের ধারা অব্যাহত রেখেছে। কিন্তু বাইরের পরিবেশে অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদানগুলো বেশি, দেশের অভ্যন্তরে কার্যকর চাহিদা সন্তোষজনক নয়, অর্থনৈতিক কার্যক্রম এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন।”
তিনি বলেন, পরবর্তী সময়ে আরও সক্রিয় ও ফলপ্রসূ সামগ্রিক নীতি গ্রহণ করতে হবে, অভ্যন্তরীণ চাহিদা ক্রমাগত প্রসারিত করতে এবং সরবরাহ অপ্টিমাইজ করতে হবে, নতুন বৃদ্ধি উৎকর্ষ সাধন করতে এবং বিদ্যমান সম্পদ ব্যবহার করতে হবে, কর্মসংস্থান, উদ্যোগ, বাজার ও প্রত্যাশা স্থিতিশীল করতে জোর দিতে হবে, অর্থনীতির গুণগত মান কার্যকর উন্নয়ন ও পরিমাণগত যৌক্তিক প্রবৃদ্ধি অর্জনে জোর দিতে হবে।
তথ্য ও ছবি : সিএমজি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.