চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ১৬ এপ্রিল বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে চীন-জার্মান অর্থনৈতিক উপদেষ্টা কমিটির আলোচনাসভায় অংশ নেন এবং দু’দেশের ২০ জনেরও বেশি উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন।
লি ছিয়াং বলেন, চীন বৃহত্তম উন্নয়নশীল দেশ আর জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি। দু’দেশের উন্নয়ন পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। চীন, জার্মানির সঙ্গে দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণ, শক্তিশালী ও ভালো করতে চায়, দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ সাধন করতে চায়। দু’পক্ষের উচিত বাস্তব সহযোগিতা বজায় রাখা, পরস্পরকে গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার হিসেবে দেখা। তাছাড়া, দু’পক্ষের উচিত উন্মুক্ত ও ন্যায়সঙ্গত বাজার পরিবেশ রক্ষা করা, উন্মুক্ত উন্নয়নের ধারণায় অবিচল থাকা, কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করা ও শিল্প উদ্ভাবন সহযোগিতা জোরদার করা, সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। চীন সরকার জার্মান সরকারের সঙ্গে দু’দেশের কোম্পানির সহযোগিতা আরো মসৃণ ও কার্যকরি করার জন্য আরো বেশি নীতি সহায়তা দিতে চায়।
লি ছিয়াং আরো বলেন, বর্তমান চীনা অর্থনীতির পুনরুদ্ধারের প্রবণতা শক্তিশালী হচ্ছে এবং চীন উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণের সংকল্প পরিবর্তন করবে না। জার্মান কোম্পানিসহ আরো বিদেশি কোম্পানির চীনে আসা, থাকা ও ভালো উন্নয়ন করার জন্য চীন অব্যাহতভাবে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আশা করেন, দু’দেশের উদ্যোক্তারা চীন-জার্মান সহযোগিতার জন্য চেষ্টা করবেন, দু’দেশের বোঝাপড়া ও আস্থার জন্য ভালো ভূমিকা পালন করবেন।
শোলজ বলেন, চীন হল জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থেকে দু’দেশই উপকৃত হচ্ছে। জার্মানি, চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বেশ গুরুত্ব দেয় এবং সংরক্ষণবাদের বিরোধিতা করে। জার্মানি দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ গভীরতর করবে, বাস্তব সহযোগিতা করবে। জার্মানিতে চীনা কোম্পনিগুলোর আরো বিনিয়োগকে স্বাগত জানান শোলজ।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.