ছয় দিনব্যাপী চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ২৫ জুন (মঙ্গলবার) শেষ হয়েছে। এদিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এবারের এক্সপোতে মোট ৩১টি প্রকল্পের চুক্তি হয়েছে এবং বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬০.৯ কোটি ইউয়ান, যা গত এক্সপোর তুলনায় ৩৩ শতাংশ বেশি।
বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প ছাড়াও, এবারের এক্সপোতে মোট ১৫৩টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মোট মূল্য ৮৪৭.৯ কোটি ইউয়ান। দর্শকের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এই এক্সপো চীন ও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
বিশ্বের ৭৩টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ২৫০০টি কোম্পানি এবারের এক্সপোতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি, দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়ার ৩ হাজার জনেরও বেশি বিদেশি ক্রেতা এক্সপোতে এসেছেন।
সূত্র : শিশির-তৌহিদ-শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.