চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (সোমবার) ইসলামাবাদে পাক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সাহির শামশাদ মির্জা এবং সেনাপ্রধান অসীম মুনির, নৌবাহিনী প্রধান নাভিদ আশরাফ এবং বিমান বাহিনী প্রধান জহির আহমদ বাবরের সাথে সাক্ষাত করেন।
তিনি বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু’দেশ সবসময় একে অপরকে সম্মান করে এবং পারস্পরিক সমর্থন দেয়। প্রেসিডেন্ট সি চিন পিং এবং পাক নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন-পাক সম্পর্ক গভীরভাবে উন্নত হয়ে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার দিকে স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, চীন আশা করে, দু’দেশের সামরিক পক্ষ সহযোগিতা জোরদার করবে, চীন-পাক বন্ধুত্বপূর্ণ ক্যারিয়ার এবং পারস্পরিক সহযোগিতায় দৃঢ় সমর্থন দেবে। এ ছাড়া চীন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা গভীর করেছে, এতদাঞ্চলে দেশগুলোর সন্ত্রাসদমনের শক্তি যুক্ত করে, যৌথভাবে দু’দেশ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।
পাক সামরিক পক্ষ জানায়, তারা এসব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দেশটিতে চীনা কর্মী, সংস্থা ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কাঠামোয় প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা জোরদার করে, দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বেগবান করতে চায়।
সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.