চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ৯ জুলাই কায়রোয় মিশরের প্রতিনিধি পরিষদের স্পিকার হানাফি আলী গেবালি সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে, লি ছিয়াং বলেন, চীন ও মিশরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব অপরিবর্তিত রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার গতি বৃদ্ধি পাচ্ছে, যা শক্তিশালী অভ্যন্তরীণ গতিশীলতা প্রদর্শন করে। চীন, মিশরের সাথে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও উন্নীত করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি করতে, একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় আরও নতুন ফলাফল অর্জন করতে ইচ্ছুক, যাতে উভয় দেশের জনগণের অধিকতর কল্যাণ হয়। আশা করা যায়, দু’পক্ষের আইনপ্রণয়ন সংস্থার মধ্যে বিনিময় বজায় রেখে, নীতি ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা নিয়ে বেইজিং-কায়রো যোগাযোগ জোরদার করবে এবং সমঝোতা বাড়াবে।
স্পিকার গেবালি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ণ বাস্তবায়ন হবে বলে বিশ্বাস করে মিশর। চীনের সঙ্গে নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা প্রসারিত করতে ও বহুপক্ষীয় সমন্বয় জোদার করতে মিশর ইচ্ছুক বলেও জানান গেবালি।
সূত্র : শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.