মোহাম্মদ আলী সুমন।। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেবেন।
চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর সম্মেলনে যোগদানের সঙ্গে বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব সংযুক্ত করে সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাউ সম্মেলনে যোগদানের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
তবে কোন বিষয়ে চুক্তি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সফর শেষে আগামী ২৯ মার্চ ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.