চীনের ১৫তম জাতীয় গেমস উদ্বোধন উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) চীনের কুয়াংচৌ শহরে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিএমজি ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত অলিম্পিক গেমসের কপিরাইট স্বত্ব পেল।
নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান কার্স্টি কভেন্ট্রি। আইওসি'র অনারারি আজীবন সভাপতি থমাস বাখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর, উভয় পক্ষ যৌথভাবে ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি'আম্পেজ্জো শীতকালীন অলিম্পিকের খবর প্রচারের জন্য সিএমজি'র লোগো উন্মোচন করে।
শেন হাই সিয়োং বলেন, অলিম্পিক চেতনা মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন তার নিজস্ব আধুনিকায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে চেষ্টা করছে। সিএমজি আইওসির সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অলিম্পিক চেতনাকে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে বিশ্বে অলিম্পিক গেমসের উন্নয়নে অবদান রাখবে।
কার্স্টি কভেন্ট্রি বলেন, আইওসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চীন সফর। সিএমজি'র সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তিটি শুধু দু'পক্ষের বন্ধুত্ব ও আস্থার প্রতীক নয়, বরং ক্রীড়া চেতনার মাধ্যমে শান্তি ও ঐক্য জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি।
থমাস বাখ সিএমজি'র অসাধারণ কর্মক্ষমতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, অলিম্পিক চেতনা প্রচারে সিএমজি'র ধারাবাহিক অবদান সত্যিই প্রশংসনীয়। চেয়ারম্যান কভেন্ট্রির নেতৃত্বে উভয় পক্ষের সহযোগিতা নিঃসন্দেহে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং তাদের বন্ধুত্ব স্থায়ী হবে।
সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.