বিশেষ প্রতিনিধি
বিপিএল হাউজিংয়ের ফ্ল্যাটের চুক্তিপত্র, বিভিন্ন দলিল, মানি রিসিপ্টসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির মামলায় ওই কোম্পানির সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন লস্কর ধীরার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিম তার অন্তবর্তী জামিন বাতিল করেন এবং মামলার আরেক আসামি মো. রেজাউল কবিরকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
বাদীপক্ষের আইনজীবী ফরমানুল ইসলাম বলেন, এরপর শাহাবুদ্দিন লস্করকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া এ কর্মকর্তা বিপিএল হাউজিংয়ের পরিচালক (প্রজেক্ট) হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে কাজ করে আসছিলেন, যিনি গত সপ্তাহে অন্তবর্তী জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ ছিল সোমবার পর্যন্ত।
শাহাবুদ্দিন লস্করসহ তিনজনের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি বিপিএল এর সহযোগী প্রতিষ্ঠান বায়োফার্মার (প্ল্যান্ট) উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আমিন ক্ষমতাপ্রাপ্ত হয়ে মামলার আবেদন করলে মহানগর হাকিম আতাউল্লাহ ঢাকার কলাবাগান থানাকে অভিযোগটি তদন্তের এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এজাহারে বলা হয়, কাজে যোগ দেয়ার পর ১ নম্বর আসামি শাহাবুদ্দিন লস্কর কোম্পানির আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি কোম্পানির ৬৮টি ফ্ল্যাট কেনার মূল দলিল, মানি রিসিপ্ট, মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। এর সঙ্গে কোম্পানির জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. মজিবর রহমান সহযোগিতা করেন। পরে যাকে অব্যাহতি দেয় বিপিএল হাউজিং কর্তৃপক্ষ।
অপর আসামি জিয়ো প্রপার্টিজের কর্মচারী রেজাউল কবিরও চুরির ক্ষেত্রে সহযোগিতা করেছেন বলে এজাহারে দাবি করা হয়।
দুই নম্বর আসামি মজিবর এখন পর্যন্ত আদালতে আসেননি, জামিনও চাননি বলে আইনজীবীরা জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.