কবিতা তুমি ছন্নছাড়া,
হাতছানি দাও দিনেরাতে।
খাবার পাতে খিদে থাকে না,
ঘুমের দেশে জাগাও মধ্যরাতে।
কাজের সময় মন লাগে না,
কেবলই মাথায় শব্দেরা ভাসে।
কি কাজ করি নিজেই বুঝি না,
ছন্দ আসে মনের নীলাকাশে।
কবিতা তুমি মনের আয়না,
কি করে পড় মনের কথা?
সত্যিই আমি জানি না।
তোমার মত বন্ধু নেই ত্রিভুবনে,
তুমি যে আমার মনের ঘরে মিতা।
জীবনে যখন ওঠে ঝড় বাদল,
হৃদয় ধ্বনীতে বাজে বিষাদের সুর।
তোমার ঝংকারে আনন্দ ছড়াও,
শান্তির পথে তুমি যে মিষ্টি মধুর।
খিদে তৃষ্ণা সবই যাই এক নিমেষে ভুলে,
যখন আসো তুমি মনের মধ্যগগনে।
তোমায় নেশায় তীব্র মাদকতা,
দুঃখ বেদনা সবকিছুই যাই ভুলে।
কবিতা তুমি সৃষ্টিছাড়াই রও,
নিত্যনতুন স্বপ্ন দেখিয়ে আনন্দের পথ দেখাও।
রামধনুর ওই রঙ ছিটিয়ে মনটা রঙিন করো,
তোমার মত সঙ্গী পেলে হাজার সাল বাঁচতে চাই আরও।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.