টি.আর দিদার, চান্দিনা (কুমিল্লা)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন- ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি প্যানেলের পরাজয়ের সাথে আগামীর সংসদ নির্বাচনের তুলনা করা ঠিক হবে না। কারণ ছাত্র সংসদ রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল এর পরাজয় নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকরা শিবির প্যানেলকে ভোট দিয়ে জিতিয়েছে, আবার কেউবা বলছেন বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। আর আমি বলবো এসব কিছুই না। মূলত ছাত্ররা বরাবরই ক্ষমতার বিপক্ষে অবস্থান নেয়। স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর দেশের জনমনে একটা বিষয় স্পষ্ট যে আগামীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসছে। যে কারণে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা ছাত্রদের অধিকার আদায়ে কাজ না করে রাজনীতিতে মগ্ন থাকে এবং সাধারণ ছাত্রদের থেকে সর্বদাই নিজেদেরকে আলাদা করে রাখে । ডাকসু ও জাকসুতে বিএনপি প্যানেলের প্রার্থীরা অন্যান্য ছাত্রদের কাছে নিজেদের নেতৃত্বের যথাযর্থ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। যে কারণে ওই দুইটি বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি প্যানেলের পরাজয় হয়েছে।
তিনি বিগত সময়ের ইতিহাস টেনে আরও বলেন- স্বাধীনতার পরপর ৭২-এর ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বিজয়ী হয় নাই। বিজয়ে হয়েছিল ছাত্র ইউনিয়ন প্যানেল সেলিন-লেলিন পরিষদ। ৭৩ এর ডাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগের (রব-সিরাজ) প্যানেলের মাহবুব-জহুর পরিষদ যখন বিজয়ের দ্বার প্রান্তে সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় মুজিববাদী ছাত্রলীগ ব্যালটবাক্স লুট করেছিল। রব-সিরাজের অনুসারী মান্না-আকতার পরিষদ যখন বিজয়ী হয় তখন জাসদ/বাসদ কোন বড় রাজনৈতিক সংগঠনও ছিল না। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সুতরাং বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদ রাজনীতি আর মাঠের রাজনীতি এক করে দেখার কোন সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকারই ক্ষমতায় আসবে।
বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।
সম্মেলনে অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁঞাকে সভাপতি ও কবির হোসনে বাবুলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন এলডিপি, এনামূল হককে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, হানিফ মিয়াকে সভাপতি ও শেখ মুহাম্মদ সাগরকে সাধারণ সম্পাদক ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলসহ ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল, গণতান্ত্রিক কৃষকদলের কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.